
- Author
- ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব
- Translator
- মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
কারও ইমান ভেঙে গেলে ইহকালে কী হয়?
১. কারও ইমান ভেঙে গেলে তার শরয়ি অভিভাবকত্ব ও শরয়ি কর্তৃত্ব বাতিল হয়ে যায়। আল্লাহর আইনে সে তার সন্তানসন্ততির অভিভাবক থাকবে না। আল্লাহর আইনে সে নিজের অধীন মুসলিমদের শরয়ি শাসক থাকবে না; ক্ষমতা থাকলে আল্লাহওয়ালা উলামাগণের পরামর্শ নিয়ে তাকে রাষ্ট্রক্ষমতা থেকে অপসারণ করা আবশ্যক।'
২. সে মুসলিমদের সম্পত্তির ওয়ারিশ হওয়ার অধিকার হারায়। আল্লাহর আইনে সে মুসলিম পিতামাতা প্রমুখের কারও সম্পদ পাবে না।
৩. ইমান ভেঙে গেলে ব্যক্তি মক্কা ও তার পবিত্র হারাম অঞ্চলে প্রবেশ করার অধিকার হারায়।
৪. তার জবাইকৃত পশুপাখির গোশত খাওয়া মুসলিমদের জন্য হারাম হয়ে যায়।
৫. তার সাথে মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া হারাম। সে মেয়ে হলে কোনো মুসলিম ছেলের জন্য তাকে বিয়ে করা হারাম। আর বিবাহিত কারও ইমান ভেঙে গেলে তার বিবাহ বাতিল হয়ে যায়। স্বামী-স্ত্রীর কোনো একজনের ইমান ভেঙে গেলেই বিবাহ বাতিল হয়ে
যায়।
৬. যার ইমান ভেঙে গেছে, আল্লাহর আইন অনুযায়ী সে মরলে তাকে গোসল করানো যাবে না, কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ পড়া যাবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না; এমনকি তার জন্য ক্ষমাপ্রার্থনা ও দোয়াও করা যাবে না।
১. কারও ইমান ভেঙে গেলে তার শরয়ি অভিভাবকত্ব ও শরয়ি কর্তৃত্ব বাতিল হয়ে যায়। আল্লাহর আইনে সে তার সন্তানসন্ততির অভিভাবক থাকবে না। আল্লাহর আইনে সে নিজের অধীন মুসলিমদের শরয়ি শাসক থাকবে না; ক্ষমতা থাকলে আল্লাহওয়ালা উলামাগণের পরামর্শ নিয়ে তাকে রাষ্ট্রক্ষমতা থেকে অপসারণ করা আবশ্যক।'
২. সে মুসলিমদের সম্পত্তির ওয়ারিশ হওয়ার অধিকার হারায়। আল্লাহর আইনে সে মুসলিম পিতামাতা প্রমুখের কারও সম্পদ পাবে না।
৩. ইমান ভেঙে গেলে ব্যক্তি মক্কা ও তার পবিত্র হারাম অঞ্চলে প্রবেশ করার অধিকার হারায়।
৪. তার জবাইকৃত পশুপাখির গোশত খাওয়া মুসলিমদের জন্য হারাম হয়ে যায়।
৫. তার সাথে মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া হারাম। সে মেয়ে হলে কোনো মুসলিম ছেলের জন্য তাকে বিয়ে করা হারাম। আর বিবাহিত কারও ইমান ভেঙে গেলে তার বিবাহ বাতিল হয়ে যায়। স্বামী-স্ত্রীর কোনো একজনের ইমান ভেঙে গেলেই বিবাহ বাতিল হয়ে
যায়।
৬. যার ইমান ভেঙে গেছে, আল্লাহর আইন অনুযায়ী সে মরলে তাকে গোসল করানো যাবে না, কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ পড়া যাবে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না; এমনকি তার জন্য ক্ষমাপ্রার্থনা ও দোয়াও করা যাবে না।