অতপর, আল্লাহর সব ছিফাত একই সূত্রে গাঁথা। আমরা তাঁর এক ছিফাতের ক্ষেত্রে যা বলি, অন্যটির ব্যাপারেও তাই বলি। আমরা বলি, আল্লাহর - (চেহারা) আছে। তবে তাঁর চেহারা কোনো সৃষ্টির চেহারার মত নয়। তিনি যেমন, তার চোহারাও তেমন। আর সৃষ্টি যেমন, সৃষ্টির চেহারাও তেমন। একাধিক ছহীহ হাদীছে আল্লাহর ছিফাত। দূরত...